Site icon জীবিকা দিশারী

রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

RRB Group D Recruitment 

পূর্ব মধ্য রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Recruitment in Indian Railways 2023

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। নোটিফিকেশন নম্বর: NER/RRC/Act Apprentice/2022-23.

ওয়ার্কশপ/ ইউনিট অনুযায়ী শূন্যপদ: মেকানিক্যাল ওয়ার্কশপ/ গোরক্ষপুর: ৪১১,

সিগন্যাল ওয়ার্কশপ/ গোরক্ষপুর ক্যান্ট: ৬৩, ব্রিড ওয়ার্কশপ/ গোরক্ষপুর ক্যান্ট: ৩৫, মেকানিক্যাল ওয়ার্কশপ/ ইজ্জতনগর: ১৫১,

ডিজেল শেড/ ইজ্জতনগর: ৬০, ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন/ ইজ্জতনগর: ৬৪,

ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান/ লখনউ জংশন: ১৫৫, ডিজেল শেড/ গোন্ডা: ৯০, ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান/ বারানসি: ৭৫।

সারা দেশে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগ

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩ জুলাই ২০২৩ তারিখের হিসেবে।

বয়স: ২ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার, কার্পেন্টার, মেকানিক ডিজেল, ট্রিমার।

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরু

প্রসেসিং ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি/ ইডব্লুএস/ শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ner.indianrailways.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

স্নাতক যোগ্যতায় রেডিওতে কাজের সুযোগ

অনলাইন আবেদন করা যাবে ২ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

Recruitment in Indian Railways 2023

Exit mobile version