কাটোয়া কলেজে লেকচারার নিয়োগ

853
0
St. Xaviers College Recruitment 2024

পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজে অস্থায়ীভাবে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। Recruitment in Katwa College 2023

শূন্যপদ: সংস্কৃত: ২, ফিলোজফি: ১, ইংলিশ: ১।

যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। লেট/ সেট/ এমফিল/ পিএইচডি বাঞ্ছনীয়।

রাজ্যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদনের পদ্ধতি: বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ১০ অক্টোবর ২০২৩ তারিখ দুপুর ৩টের মধ্যে পাঠাতে হবে Principal, Katwa College, Katwa, Purba Bardhaman, West Bengal, Pin- 713130 ঠিকানায়।

ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.katwacollege.ac.in ওয়েবসাইট থেকে জানা যাবে। Recruitment in Katwa College 2023