নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমার চাকদহ ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের অধীন ১৮টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। Recruitment in Nadia 2023
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে মাধ্যমিকের যোগ্যতাই বিচার করা হবে।
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারবেন।
বয়স: ১৮ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://nadia.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স দিতে হবে।
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে পাঠাতে হবে।
হাইলাইটস
আবেদনের শেষ দিন | ১৬ জুন ২০২৩ |
বয়স | ৩০-৪০ বছর |
যোগ্যতা | মাধ্যমিক পাশ |
এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগ
বিডিও অফিসে ড্রপ বাক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ জুন ২০২৩ তারিখ বিকাল ৪টে (শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিনে আবেদনপত্র জমা করতে হবে)। Recruitment in Nadia 2023
অফিশিয়াল নোটিফিকেশন— ক্লিক করুন