পূর্ব বর্ধমানে কাজের সুযোগ

7748
0
Recruitment in Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলার সরকার পোষিত গ্রামীণ লাইব্রেরিগুলোতে ৫৫টি শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। Recruitment in Purba Bardhaman

বিজ্ঞপ্তি নম্বর: ০১/ ২০২৩।

বেতন: লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগ

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ এবং বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা ডিস্ট্রিক্ট লাইব্রেরি রাম কৃষ্ণ মিশন বয়েস হোম, রহড়া

বা জনতা কলেজ (কালিম্পং এবং বানিপুর) বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত যে কোনো ট্রেনিং সেন্টারে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পাশ সার্টিফিকেট।

কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে।

ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়বা ইনস্টিটিউট থেকে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।

হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পুরুলিয়ায় লাইব্রেরিয়ান নিয়োগ

লেখা পরীক্ষার এবং কম্পিউটার টেস্টের তারিখ সম্পর্কে বিস্তারিত সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: https://purbabardhaman.nic.in অথবা https://rectlibrlprbbdn.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার আগে যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে,

অনলাইন আবেদনরে সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

এছাড়াও ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং অরিজিনাল কপি সঙ্গে রাখতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

Recruitment in Purba Bardhaman