রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগ

8025
0
Recruitment in WBMDFC 2023

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের অধীন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনে Recruitment in WBMDFC 2023

(ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস অ্যান্ড ফিনান্স কর্পোরেশন) চুক্তির ভিত্তিতে এডুকেশন সুপারভাইজার নিয়োগ করা হবে।

এই মুহূর্তে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

হাইলাইটস
যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ
বয়স ২০-৪০ বছর
ইন্টারভিউয়ের তারিখ ৮ জুন ২০২৩

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। প্রার্থীকে সংখ্যালঘু সম্প্রদায়ের

(বুদ্ধিস্ট, ক্রিস্টিয়ান, জৈন, মুসলিম, পার্সি, শিখ) হতে হবে এবং যে স্থানের শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার বাসিন্দা হতে হবে।

হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে।

ওয়াক-ইন-ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে ৮ জুন ২০২৩ তারিখ সকাল ১১টায়।

ডিআরডিওতে ট্রেড, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

ঠিকানা- West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector- 1, Salt Lake, Kolkata- 700064.

উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরি, বেতন ২২০০০

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা বায়ো ডেটা, যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি,

যে কোনো একটি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র (এপিক/ আধার) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ২টি ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। Recruitment in WBMDFC 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

বায়োডেটার বয়ান ডউনলোড করতে ক্লিক করুন