রাজ্যে রিলায়েন্স, ইনফোসিসের বিনিয়োগ, বাড়বে তথ্য-প্রযুক্তিতে কর্মসংস্থান

schedule
2018-08-21 | 08:52h
update
2018-08-21 | 08:52h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

তথ্য-প্রযুক্তিতে বিশাল বিনিয়োগের ফলে আমাদের রাজ্যে তৈরি হতে পারে বিপুল কর্মসংস্থান।

কলকাতার নিউটাউনে ১০০ একর জমির উপর হতে চলেছে সিলিকন ভ্যালি। এর পাশাপাশি ৪০ একর জমিতে রিলায়েন্স প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বানাতে চলেছে রিলায়েন্স ডেটা সেন্টার। এখানেই শেষ নয়, আরো ৪০ একর জমিতে ইনফোসিস প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। স্বাবাভিকভাবেই, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে বলা যায়। আপাতত সরকারিভাবে ধরে নেওয়া হচ্ছে, আমাদের রাজ্যে ১০ হাজারের ওপর কর্মসংস্থান হতে পারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে।

Advertisement

আমাদের রাজ্যে আগেই ন্যাসকম, কগনিজেন্ট, টিসিএস-এর মতো আইটি সংস্থাগুলি কাজ করতে শুরু করেছিল। এই সংস্থাগুলির পাশাপাশি নতুন এই বিনিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্র আরো বড় করে তুলবে এরকমটাই ধারণা করা হচ্ছে। জানা গেছে, অ্যামাজন ইন্টারনেট স্কিল ডেভেলপমেন্ট, ফুজিসফ্ট, ইএসএসসিআই এবং বেঙ্গল চেম্বার অব কমার্সের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার।

তাই বলা যেতে পারে, আগামী কয়েক বছরের মধ্যে আমাদের রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তৈরি হতে চলেছে বড় মাপের কর্মসংস্থানের পথ, এরকমটাই আশা চাকরিপ্রার্থীদের।

 

 

Employment in IT, IT Jobs in West Bengal, Jobs in West Bengal

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 05:55:25
Privacy-Data & cookie usage: