ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র মেডিক্যাল সার্ভিসেস লিখিত পরীক্ষার ফল বেরোল। লিখিত পরীক্ষা হয়েছিল গত ২২ অক্টোবর। সফল প্রার্থীদের ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্ট হবে। ইন্টারভিউয়ের সুযোগ নেবার জন্য আবার আবেদন করতে হবে ডিটেইল্ড অ্যাপ্লিকেশন ফর্ন-ওয়ানে, পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে (http://www.upsconline.nic.in)। তার আগে অবশ্য অনলাইনেই রেজিস্টার্ড হয়ে নিতে হবে। ফর্ম পাওয়া যাবে, ইনস্ট্রাকশন শিট সহ, আগামী ২৪ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর সন্ধে ৬টার মধ্যে তা অনলাইনেই পূরণ করতে হবে, প্রাসঙ্গিক প্রমাণপত্রসমূহের স্ক্যান করা কপিও আপলোড করতে হবে। ইন্টারভিউয়ের সূচি ও ই-অ্যাডমিট কার্ড যথাসময়ে ইউপিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে। কোনো বিষয়ে কিছু জানতে হলে কাজের দিনগুলিতে বেলা ১০টা-৫টার মধ্যে ফোন করতে পারেন এই ফেলিসিটেশন সেন্টারের নম্বরগুলিতে: 011-23385271, 011-23098543 or 011-23381125.
সফল প্রার্থীর তালিকা সহ কমিশনের ১২ নভেম্বরের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/WR-CMSE-20-Engl-12112020.pdf
পরীক্ষার্থীদের পাওয়া নম্বর ইউপিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে চূড়ান্ত ফল ঘোষণার পর, ৩০ দিনের জন্য।