স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে (সিএপিএফস) কনস্টেবল (জিডি) নিয়োগের জন্য আয়োজিত ২০১৮ সালের পরীক্ষার চূড়ান্ত ফল (কেরালা ছাড়া) বেরোল। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয়েছিল ২০১৯-এর ১১ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ। পরীক্ষা দিয়েছিলেন ৩০,৪১,২৮৪ জন। সফল হয়ে শারীরিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন ৫,৫৪,৯০৫ জন (মহিলা ৭৭,৩৬৯ পুরুষ ৪,৭৭,৫৩৪)। শারীরিক পরীক্ষার ফল ঘোষিত হয় ১৭/১২/২০১৯ ও ৪/৩/২০২০ তারিখে। তার ভিত্তিতে ডাক্তারি পরীক্ষার ডাক পান ১,৫২,২২৬ জন (মহিলা ২০,৭৫০, পুরুষ ১,৩১,৪৭৬), এছাড়াও আদালতের বিভিন্ন মামলার কারণে আরও ৩৯ জন ডাক্তারি পরীক্ষার ডাক পান। চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ১,০৯,৫৫২ জন (মহিলা ১৫,৮৯৮, পুরুষ ৯৩,৬৫৪), অসফল ৪২,৭১৩ জন। ফলাফল ঘোষণার এই বিজ্ঞপ্তি, বিভিন্ন কাট-অফ মার্কস সহ দেখা যাবে এই লিঙ্কে:
file:///C:/Users/ASHOKE~1/AppData/Local/Temp/Final_Result_CTGD_2018_21012021_latest_news.pdf
ফল দেখার লিঙ্ক পেতে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন
SSC GD Constable, Constable Result