কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

862
0
Folafal Final New

কলকাতা হাইকোর্টে আপিল অধিক্ষেত্রে (অ্যাপেলেট সাইড) ২০০ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষার (Employment Notification No.5442-RG dated 20th December, 2018) চূড়ান্ত ফল বেরোল। ভাইভা ভোসি/ইন্টারভিউ হয়েছিল গত ৩ ও ৪ অক্টোবর। ভাইভা ভোসি/ইন্টারভিউ দিয়েছিলেন ১৫৯ জন (তালিকা-১)। যাঁরা ইন্টারভিউয়ের দিন অনুপস্থিত ছিলেন তাঁদের প্রার্থিপদ বাতিল করা হয়েছে। চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হয়েছেন ১৫৩ জন (তালিকা-২)। একটি কম্বাইন্ড ওয়েটলিস্টও তৈরি করা হয়েছে (তালিকা-৩)। এই তিন তালিকা ও অন্যান্য নির্দেশ দেখা যাবে ১৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির (No. 4036 -R (Recruitment) Dated, 19th October, 2020) এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/3319

পরবর্তী কোনো ঘোষণা থাকলে জানানো হবে কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে (www.calcuttahighcourt.gov.in)।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল