কলকাতা হাইকোর্টে ইন্টারপ্রেটিং অফিসার নিয়োগ পরীক্ষার ফল

869
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

কলকাতা হাইকোর্টে অরিজিনাল সাইড (এস্টাব্লিশমেন্ট)-এ ৮ জন ইন্টারপ্রেটিং অফিসার (কোর্ট) নিয়োগের পরীক্ষার (Employment Notice No. HCOS/IO(COURT)/2019 dated, Calcutta, 22ndMay, 2019) চূড়ান্ত ফল বেরোল। ভাইভা ভোসি/ইন্টারভিউ দিয়েছিলেন ২২ জন (তালিকা-১)। চূড়ান্তভাবে নিয়োগের জন্য যাঁরা বিবেচিত হয়েছেন এবং যাঁরা ওয়েটিং লিস্টে আছেন তাঁদের তালিকা দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটেগরি ভিত্তিতে (তালিকা-২-এর অধীন ৪টি তালিকা)। এই সব তালিকা ও অন্যান্য নির্দেশ দেখা যাবে আদালতের নিয়োগকর্তৃপক্ষের ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে (No. 08-R/I.O. (COURT)/ H.C.O.S./ 2020Dated, Calcutta, the 26th Day of November, 2020), এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/3430.
নিয়োগের অফার লেটার যথাসময়ে দেওয়া হবে। পরবর্তী কোনো ঘোষণা থাকলে জানানো হবে কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে (http://www.calcuttahighcourt.gov.in)।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল