ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে ৫৩ অ্যাপ্রেন্টিস

2472
0
rifle factory ishapore
Courtesy: Hindustan Times

কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধীন ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে (rifle factory ishapore)।

নোটিফিকেশন নম্বর: FTI/RFI/NATS/20-21 dated 15-03-2021.

যোগ্যতা: মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/  কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক অথবা মেকানিক্যাল,

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হুগলি জেলার স্থায়ী বসবাসকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক: ১৫ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ৩), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১),

ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটারে বিই/ বিটেক: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা: ১৪ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ২),

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১), ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটারে ডিপ্লোমা: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ৯০০০ টাকা ও ডিপ্লোমাধারীরা প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Divisional Officer, Factory Training Institute Rifle Factory, Ishapore ঠিকানায়।

(rifle factory ishapore)

আবেদনপত্র পৌঁছোতে হবে ৩০ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন