ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে ৫৩ অ্যাপ্রেন্টিস

schedule
2021-03-31 | 11:33h
update
2021-03-31 | 11:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan Times

কেন্দ্রীয় সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধীন ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে (rifle factory ishapore)।

নোটিফিকেশন নম্বর: FTI/RFI/NATS/20-21 dated 15-03-2021.

যোগ্যতা: মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/  কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বিই/ বিটেক অথবা মেকানিক্যাল,

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

Advertisement

উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা ও হুগলি জেলার স্থায়ী বসবাসকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শূন্যপদ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক: ১৫ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ৩), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১),

ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটারে বিই/ বিটেক: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা: ১৪ (অসংরক্ষিত ৯, ওবিসি ৩, তপশিলি জাতি ২),

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১), ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটারে ডিপ্লোমা: ৫ (অসংরক্ষিত ৪, ওবিসি ১)।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ৯০০০ টাকা ও ডিপ্লোমাধারীরা প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Divisional Officer, Factory Training Institute Rifle Factory, Ishapore ঠিকানায়।

(rifle factory ishapore)

আবেদনপত্র পৌঁছোতে হবে ৩০ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 13:19:40
Privacy-Data & cookie usage: