মাধ্যমিক যোগ্যতায় রিষড়া পুরসভায় নিয়োগ

1947
0
Rishra Municipality Recruitment

হুগলি জেলার রিষড়া মিউনিসিপ্যালিটিতে চুক্তির ভিত্তিতে ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। Rishra Municipality Recruitment

রেফারেন্স নম্বর: 444/VII.

যোগ্যতা: ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সঙ্গে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড এবং ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে।

ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ।

এনএইচপিসিতে ৪০৯ শূন্যপদে নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ৯০০০ টাকা এবং ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ৫০০০ টাকা।

নদিয়ায় আশাকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.rishramunicipality.org ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ

এ ফোর মাপের কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে। পূরণ করা আবেদনপত্র, প্রার্থীর নাম ঠিকানা লেখা খাম এবং

যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স খামে ভরে পাঠাতে হবে ‘The Chairman, Rishra Municipality, 49N56N57 Rabindra Sarani, Rishra, Hooghly, 712248’ ঠিকানায়।

হাওড়ায় লাইব্রেরিয়ান নিয়োগ

এছাড়া রিষড়া মিউনিসিপ্যালিটির অফিসে রাখা ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে।

সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের একটি স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে।

যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম খামের উপরে লিখতে হবে। আবেদনপত্র জমা করার শেষ দিন ২১ জুন। Rishra Municipality Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন