Site icon জীবিকা দিশারী

রাইটস লিমিটেডে অ্যাপ্রেন্টিস

RITES Apprentice  2024

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (রাইটস)-এ ২২৩টি শূন্যপদে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, RITES Apprentice  2024

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসঃ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট- চার বছরের পূর্ণ সময়ের বিই/ বিটেক/ বিআর্কিটেকচার।

নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট- তিন বছরের বিএ/ বিবিএ/ বিকম/বিএসসি/ বিসিএ।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসঃ তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

ট্রেন অ্যাপ্রেন্টিস (আইটিআই পাস)- পূর্ণ সময়ের আইটিআই পাশ।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

স্টাইপেন্ডঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ১৪০০০ টাকা,

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ১২০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে ১০০০০ টাকা।

পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে  https://nats.education.gov.in/student_type.php পোর্টালে

এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। RITES Apprentice  2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

 

Exit mobile version