আইটিআই পাশ যোগ্যতায় অ্যাপ্রেন্টিস

486
0
RITES Apprentice  2024

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (রাইটস)-এ ২৫৭ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RITES Apprentice Recruitment

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ১৬০, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ২৮, ট্রেড অ্যাপ্রেন্টিস: ৬৯।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (বিই/ বিটেক, চার বছরের পূর্ণ সময়ের ডিগ্রি)। নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট (বিএ/ বিবিএ/ বিকম, তিন বছরের সময়সীমার)।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

ট্রেড আপ্রেন্টিস: পূর্ণ সময়ের আইটিআই পাশ।

টেট পরীক্ষার তারিখ

সবক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে, তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

মালদায় নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।  RITES Apprentice Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন