Site icon জীবিকা দিশারী

রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ

RITES Apprentice  2024

মিনিস্ট্রি অব রেলওয়ের অধীন রাইটস লিমিটেডে ৭২টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল/ মেটালার্জি, ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিনক্স), RITES Limited Recruitment 2024

সিভিল ও আইটি/ সিএস নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

শুরুতে এক বছেরর চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাাড়ানো হতে পারে।

রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে নিয়োগ

বয়সঃ ২২ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর অন্তত ২ বছেরর কাজের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বেতনঃ ২৩৩৪০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি 

আবেদনরে ফিঃ ৬০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ www.rites.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২২ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। RITES Limited Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

স্বাস্থ্যদপ্তরে নার্স, অফিসার নিয়োগ

অষ্টম শ্রেণি যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

Exit mobile version