রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ

141
0
RITES Apprentice  2024

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ রাইটস লিমিটেডে ২৭টি শূন্যপদে ইনডিভিজুয়াল কনসালটেন্ট নিয়োগ করা হবে। RITES Recruitment 2024

যে সমস্ত পোস্টে নেওয়া হবে সেগুলি হল- জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, এইচভিএসি, মেডিক্যাল গ্যাস লাইন সিস্টেম),

সিএডি ড্রাফটসম্যান (আর্কিটেরচার,স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, এইচভিএসি, ওয়াটার সাপ্লাই, এক্সটারনাল ওয়ার্কস, ইক্যুপমেন্ট লেআউট)।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সমস্ত পদে আবেদনের জন্যই বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

আবেদনের পদ্ধতিঃ http://www.rites.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত ১১টা পর্যন্ত। RITES Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন 

দার্জিলিংয়ে রেল বিকাশ নিগমে কর্মী নিয়োগ

কল্যাণী এইমসে কর্মী নিয়োগ