Site icon জীবিকা দিশারী

যোগা কোর্সে ভর্তি

RKMVU Courses in 2023

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে যোগা অ্যান্ড নেচারোপ্যাথি সার্টিফিকেট কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে। RKMVU Courses in 2023

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দ্বাদশ শ্রেণি পাশ।

শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন।

ক্লাসের সময়সীমা: সপ্তাহে একদিন করে ক্লাস হবে। প্রতি রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। কোর্স ফি: দশ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি: https://isr.rkmvu.ac.in/admission লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত। ক্লাস শুরু হবে ৬ আগস্ট ২০২৩ তারিখ থেকে।

কোর্স সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে যে কোনো কাজের দিন ৯৮৩৬২৩১৬৬৭ নম্বরে ফোন করে জানতে পারেন।

নোটিস দেখতে ক্লিক করুন

RKMVU Courses in 2023

Exit mobile version