রেলে ৫৬৯৬ শূন্যপদে লোকো পাইলট নিয়োগ

1145
0

ভারতীয় রেলে ৫৬৯৬ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি) নিয়োগ করা হবে। RRB ALP Recruitment 2024

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বরঃ ০১/২০২৪।

বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল সঙ্গে ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/মিলরাইট/ মেন্টেন্যান্স মেকানিক/

মেকানিক (রেডিও অ্যান্ড টিভি)/ ইলেক্ট্রনিক্স মেকানিক/ মেকাানিক (মোটর ভিকল)/ ওয়্যারম্যান/ ট্র্যাক্টর মেকানিক/ আর্মেচার অ্যান্ড কয়েল ওয়ান্ডার/

মেকানিক ডিজেল/ হিট ইঞ্জিন টার্নার/ মেশিনিস্ট/ রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই।

অথবা

মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে উল্লেখিত ট্রেডগুলিতে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পূরণ করে থাকেত হবে।

বেতনঃ ১৯৯০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ফার্স্ট স্টেজ সিবিটি, সেকেন্ড স্টেজ সিবিটি, কম্পিউটার বেসড অ্যাপ্টিটউড টেস্ট,

ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফিঃ ৫০০ টাকা। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট দিলে ৪০০ টাকা ফেরত পাবেন প্রার্থীরা।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, ট্রানজেন্ডার, আর্থিক দিক থেকে পিছিয়ে পরা প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা,

প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট দিলে পুরো টাকাই (২৫০ টাকা) ফেরত পাবেন প্রার্থীরা।

ইন্টারনেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআইয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

কলকাতা ওয়েবসাইট- www.rrbkolkata.gov.in . প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.indianrailways.gov.in  ওয়েবসাইট থেকে জানা যাবে। RRB ALP Recruitment 2024

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

শূন্যপদ দেখতে ক্লিক করুন

আরআরবি-র ওয়েবসাইটগুলি নিম্নে উল্লেখিত