আরআরবি কলকাতা এনটিপিসি ফলাফল প্রকাশিত

2191
0
Railway Apprentice 2023

প্রকাশিত হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতার (RRB, Kolkata) ফলাফল। বিজ্ঞপ্তি নম্বর CEN ০১/২০১৯ অনুযায়ী এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট (NTPC) পদের কম্পিউটার বেসড টেস্ট লেভেল-১ এর ফল প্রকাশ করা হল।

সিবিট-২ এর জন্য যোগ্য প্রার্থীদের ফলাফল সহ রিভাইজ্ড তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি লেভেল-এর আলাদা শ্রেণীর কাট অফ মার্কসের তালিকায় ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। https://www.rrbkolkata.gov.in/ ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হয়েছে।

ফলাফল দেখার লিঙ্ক : ক্লিক করুন এখানে 

আরও খবর : রিজার্ভ ব্যাঙ্কে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতায় ২৯৪ অফিসার