আরআরবি এনটিপিসি ৬ ফেজ তারিখ ঘোষণা

1249
0
RRB, RRB NTPC, RRB NTPC

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) মাধ্যমে বিজ্ঞপ্তি নম্বর CEN ০১/২০১৯ অনুযায়ী এনটিপিসি (NTPC Exam) গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার তারিখ ঘোষণা  করা হয়েছে। উক্ত পরীক্ষার ফেজ-৬ অর্থাৎ ৬ষ্ঠ দফার কম্পিউটার ভিত্তিক টেস্ট হতে চলেছে আগামী ১, ৩, ৫, ৬, ৭ ও ৮ এপ্রিল।

পরীক্ষার তারিখের ৪ দিন আগে থেকে পরীক্ষার্থীরা ই-কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট পরীক্ষার তারিখ দেখে নেওয়ার জন্য ২২ মার্চ ওয়েবসাইটে লিঙ্ক আপলোড করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

RRB NTPC Exam, RRB Exam, Rail Exam Date