রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর, ২০২০ থেকে। এই পরীক্ষায় কম্পিউটার বেসড টেস্ট-এর দুটি ভাগ থাকছে। যার প্রথমভাগে জেনারেল নলেজ ৪০, জেনারেল ম্যাথমেটিক্স ৩০ ও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে ৩০ নম্বরের। “জীবিকা দিশারি”তে ৪:৩:৩ অনুপাতে প্রশ্ন দেওয়া হল প্রস্তুতির জন্য।
GENERAL KNOWLEDGE
১) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
a) চাণক্য, b) কালিদাস, c) বিষ্ণু শর্মা, d) উপরের কেউ নন
২) হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?
a) মিজোরাম, b) পশ্চিমবঙ্গ, c) নাগাল্যান্ড, d) অসম
৩) মিউচুয়াল ফান্ড নিয়ামক সংস্থা কোনটি?
a) আরবিআই, b) সেবি, c) নাবার্ড, d) আইএসআই
৪) এর মধ্যে কোন স্থাপত্যটি দ্রাবিড় ভাস্কর্যর নিদর্শন হিসাবে রয়েছে?
a) অক্ষরধাম, b) খাজুরাহো, c) হাম্পি, d) অজন্তা
৫) ভারতের কোন লেকের উপর দিয়ে সবথেকে দীর্ঘ রেলব্রিজ রয়েছে?
a) ভেম্বানাদ লেক, b) চিল্কা লেক, c) পুলিকট লেক, d) নৈনিতাল লেক
৬) শতাব্দী এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে প্রথম চালানো হয়?
a) বম্বে-থানে, b) বম্বে-কলকাতা, c) পুণে-কলকাতা, d) নয়াদিল্লি-ঝাঁসি
৭) এলফিনস্টোন রড সাব-আরবান রেলস্টেশন কোন শহরে অবস্থিত যে স্টেশনের নাম পরিবর্তন করে হয়েছে প্রভাদেবী?
a) মুম্বাই, b) ব্যাঙ্গালোর, c) পুণে, d) দিল্লি
৮) অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?
a) উত্তরপ্রদেশ, b) গোয়া, c) কর্নাটক, d) মহারাষ্ট্র
GENERAL MATH
১) চালের দাম ১০% বৃদ্ধি পেলে কোন পরিবার চালের ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে?
a) ১/১১%, b) ১/৯%, c) ১০০/৯%, d) ১০০/১১%
২) রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে ২৫ ও ৩০ দিনে শেষ করে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কাজটি শেষ করার ৮ দিন আগে রাম চলে যায়, সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে?
a) ১৮ দিন, b) ১৬ দিন, c) ২২ দিন, d) ২০ দিন
৩) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ে, প্রস্থ ২০% বাড়ে, তাহলে আয়তক্ষেত্রটির খেত্রফল কত শতাংশ বাড়বে?
a) ৫০%, b) ৬৫%, c) ৫৬%, d) ১৫০%
৪) একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণ-এর অনুপাত ১৩:২, বহুভুজটির বাহুসংখ্যা কত?
a) ১০, b) ১২, c) ১৫, d) ১৮
৫) রাম একটি দ্রব্য শ্যামকে ৫% লাভে এবং শ্যাম ওই দ্রব্যটি বিমলকে ৫% ক্ষতিতে বিক্রয় করে। বিমলের ক্রয়মূল্য ২৩.৯৪ টাকা হলে রাম দ্রব্যটি কত টাকায় কিনেছিল?
a) ২৪ টাকা, b) ২৫ টাকা, c) ২৭ টাকা, d) ১৮ টাকা।
৬) একটি ট্যাংক পাইপ দিয়ে ২০ মিনিটে অন্য একটি পাইপ দিয়ে ৬০ মিনিটে ভর্তি হয়। যদি দুটি দশ মিনিট খোলা রাখার পর, প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে ট্যাংকটি ভর্তি হতে কত সময় লাগবে?
a) ২০ মিনিট, b) ৩০ মিনিট, c) ৬০ মিনিট, d) ১২০ মিনিট।
GENERAL INTELLIGENCE
১) DUPLICATE শব্দটির বর্ণগুলি দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
a) PLATE, b) DUCTILE c) LUCID d) TEAM
2) সুস্মিতা হল সুজনের মাতা, সুজনের একমাত্র বোনের বাবার সঙ্গে সুস্মিতার কী সম্পর্ক?
a) কাকা, b) ছেলে, c) ভাই, d) স্বামী।
৩) QTU : ILM :: BEF : ?
a) PSZ, b) UXB, c) TWX, d) WTS
4) যদি COURSE-এর কোড VHIFLX এবং ACTION-এর কোড MLRGXZ হয়, তাহলে INSTITUTE-এর কোড কী হবে?
a) MRFGRGRHR, b) RMHGRGFGV, c) VGFGGRHMR, d) VGFGRGHMR
৫) এ এবং বি দুই ভাই, সি এবং ডি দুই বোন, এ-র পুত্র ডি-এর ভাই হলে বি এবং সি-এর মধ্যে সম্পর্ক কী?
a) বাবা, b) ভাই, c) ঠাকুরদা, d) কাকা
৬) যদি ১৪, ২৩, ৩২ একটি সেট হয়, তাহলে এই সেটটির সঙ্গে নিচের কোন সেটটির মিল রয়েছে?
a) ১৫, ২৩, ৩১ b) ১৪,১৯,২৪ c) ১৩,২১,২৯ d) ১২,২১,৩০
– উত্তরমালা –
জেনারেল নলেজ
১) বিষ্ণু শর্মা, ২) নাগাল্যান্ড, ৩) সেবি, ৪) হাম্পি, ৫) ভেম্বানাদ লেক, ৬) নয়াদিল্লি-ঝাঁসি, ৭) মুম্বাই, 8) মহারাষ্ট্র
জেনারেল ম্যাথ
১) ১০০/১১%। ২) ১৮ দিন, ৩) ৫৬%, ৪) ১৫, ৫) ২৪ টাকা, ৬) ৩০ মিনিট
জেনারেল ইন্টেলিজেন্স
১) TEAM। ২) স্বামী ৩) WTS ৪) VGFGRGHMR ৫) কাকা ৬) ১২,২১,৩০
RRB NTPC, RRB NTPC Exam, RRB NTPC Practice SET