আরআরবি এনটিপিসি : জেনারেল নলেজ, ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স

schedule
2020-09-30 | 09:41h
update
2020-09-30 | 09:43h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

GENERAL KNOWLEDGE

১) রাজস্থানের “হোয়াইট সিটি” কোন শহরকে বলা হয়?

a) জয়পুর, b) বিকানির, c) জয়সলমীর, d) উদয়পুর

২) কোন ওয়ার্ল্ড হেরিটেজটি বেগম বেগা নির্মাণ করেন?

a) রেড ফোর্ড, b) কুতুব মিনার, c) তাজ মহল, d) হুমায়ুন সমাধি

৩) সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস কোথায় অবস্থিত?

ব্যাঙ্গালোর, b) মাইসোর, c) কলকাতা, d) লক্ষ্ণৌ

৪) NABARD-এ কেন্দ্রীয় সরকারের অংশিদারি কত শতাংশ রয়েছে?

a) ৫০%, b) ৫১%, c) ৭৭%, d) ৯৯%

৫) হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?

a) থাইল্যান্ড b) ফিনল্যান্ড  c) হল্যান্ড  d) নিউজিল্যান্ড

৬) বিশ্বের সবথেকে প্রাচীন রাজতন্ত্র কোনটি?

a) ব্রিটেন b)  নেপাল c) জাপান  d) সৌদি আরব

৭) নিচের কোন ধাতু থেকে অ্যালুমিনিয়াম  পাওয়া যায়?

a) বক্সাইট b) ডায়াস্পোর c) পিবসাইট d) ডলোমাইট

৮) গ্যারেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

Advertisement

a) ঝাড়খণ্ড b) বিহার c) হিমাচল প্রদেশ d) ছত্তিশগড়

GENERAL MATHEMATICS

১) একটি ট্যাংক পাইপ দিয়ে ২০ মিনিটে অন্য একটি পাইপ দিয়ে ৬০ মিনিটে ভর্তি হয়, যদি দুটি দশ মিনিট খোলা রাখার পর, প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়, তবে ট্যাংকটি ভর্তি হতে কত সময় লাগবে?

a) ২০ মিনিট, b) ৩০ মিনিট, c) ৬০ মিনিট, d) ১২০ মিনিট।

২) একটি টিভি বিক্রি করে ৫৭৫০ টাকা এলে, টিভির উৎপাদন ব্যয় ১৫% থেকে বাড়িয়ে ৩০% করলে ও বিক্রয়মূল্য ২০% বাড়ালে, মোট কত লাভ হবে?

a) ৪০০ টাকা, b) ৭০০ টাকা, c) ২৭৫ টাকা, d) ৫০০ টাকা।

৩) এক ব্যক্তি ১৫৫০ টাকার কিছু অংশ বার্ষিক ৫% সরল সুদে ও বাকি টাকা ৮% সরল সুদে ধার দেন। ৩ বছর পর উভয় ঋণের মোট সুদ ৩০০ টাকা হলে, ধার দেওয়া টাকার অনুপাত কত?

a) ১:৩, b) ৪:৫, c) ৩১:১৫, d) ১৬:১৫।

৪) এক ব্যক্তি ২০০০০ টাকায় দুটি মোবাইল বিক্রি করল। একটিতে ৫% লাভ ও অপরটিতে ৫% ক্ষতি হলে, এতে তাঁর শতকরা লাভ বা ক্ষতি কত?

a) ১০% লাভ, b) ০.২৫% লাভ, c) ০.২৫% ক্ষতি, d) লাভ বা ক্ষতি কোনোটাই নয়।

৫) দুটি সংখ্যার যোগফল ৪৫, বিয়োগফল ২৭ হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

a) ৪:৩, b) ৩৫, c) ৫:২, d) ৪:১।

৬) ৭, ৯, ০, ৮ দিয়ে গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত?

a) ২৮৭১, b) ২৭৮১, c) ১২৭৮, d) ৭২১৮।

GENERAL INTELLIGENCE

১) ৩, ৫, ৬, ১১, ৯, ১৭, ১২, …?

a ) ১০ b ) ২০ c ) ২৩ d ) ২৫

২) x  হল y-এর স্বামী।  ও হল x-এর মেয়ে। z  হল w-এর স্বামী।  N হল Z-এর মেয়ে।  N সম্পর্কে Y-এর কে?

a ) মেয়ে b ) নাতনি c ) ভাগ্নি d ) খুড়তুতো বোন

৩) একটি ছবিতে নির্দেশ করে রমলা বলল উনি আমার ঠাকুরদার ছেলের মা। রমলা ছবিতে থাকা ব্যক্তির কে হন?

a ) মা  b ) বোন c ) নাতনি d ) শ্বাশুড়ি

৪) যদি গতকাল মঙ্গলবার হয়, তবে আজকের পর থেকে ১০তম দিন সপ্তাহের কোন দিন হবে?

a ) শনিবার b ) রবিবার c ) সোমবার d ) শুক্রবার

৫) ২, ১৫, ৪, ১২, ৬, ৭,? ,?

a ) ৮, ৮  b ) ৮, ০  c ) ৩, ৮  d ) কোনোটিই নয়

৬) ৫৮২৪, ৫২৪২,? , ৪২৪৭, ৩৮২৩

a ) ৪৪৬৭   b ) ৪৭১৮   c ) ৪৮৫৬  d ) ৫১৬৪

উত্তরমালা

জেনারেল নলেজ

১) উদয়পুর, ২) হুমায়ুন সমাধি, ৩) মাইসোর, ৪) ৯৯%, ৫) ফিনল্যান্ড, ৬) জাপান, ৭) ডলোমাইট, ৮) ছত্তিশগড়

জেনারেল ম্যাথ

১) ৩০ মিনিট, ২) ৪০০ টাকা, ৩) ১৬:১৫, ৪) ০.২৫% ক্ষতি, ৫) ৪:১, ৬) ২৭৮১

জেনারেল ইন্টেলিজেন্স

১) c, ২) নাতনি, ৩) নাতনি, ৪) শনিবার, ৫) ৮, ০, ৬) ৪৭১৮

RRB NTPC, RRB NTPC Practice Set, RRB NTPC Exam

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 10:26:55
Privacy-Data & cookie usage: