GENERAL KNOWLEDGE
১) জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেন?
- a) ক্যালোরিমিটার b) ক্রেস্কোগ্রাফ c) কার্ডিওগ্রাফ d) অল্টিমিটার
২) অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটির সংযোগ স্থল হল-
- a) এলাহাবাদ b) রুদ্রপ্রয়াগ c) কানপুর d) এর কোনওটিই নয়
৩) প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা কে?
- a) হরিশ্চন্দ্র b) নাগভট্ট c) বৎসরাজ d) মহেন্দ্র পাল
৪) ভারতের কোন প্রদেশের দুটি রাজধানী আছে?
- a) হিমাচল প্রদেশ b) বিহার c) উত্তরপ্রদেশ d) জম্মু-কাশ্মীর
৫) বুলন্দ দরওয়াজা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- a) দিল্লি b) উত্তরপ্রদেশ c) মধ্যপ্রদেশ d) রাজস্থান
৬) ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
- a) অরুণাচল প্রদেশ b) মণিপুর c) নাগাল্যান্ড d) মিজোরাম
৭) শক্তির অন্তিম রূপ কোনটি?
- a) আলো b) তাপ c) শব্দ d) বিদ্যুৎ
৮) লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে?
- a) মূল b) কান্ড c) পাতা d) ফুলের মুকুল
GENERAL MATHEMATICS
১) A-এর আয় B-এর আয় থেকে ২৫% বেশি, B-এর আয় C-এর আয় থেকে ২০% বেশি, A-এর আয় C-এর আয় থেকে কত বেশি?
- ৩৫%, b) ৫৫%, c) ৫০%, d) ৪০%
২) দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ৯ ও ২৭০, একটি সংখ্যা ৫৪ হলে অপরটি কত?
- ৪০ b ) ৪৫ c ) ৫০ d ) ৫৫
৩) ২৮০ মিটার লম্বা একটি ট্রেন ১৪ সেকেন্ডে একজনকে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?
- ৫৫ কিমি b ) ৬২ কিমি c ) ৭২ কিমি d ) ৮০ কিমি
৪) ৬০০ টাকায় ৫ বছরের সুদ ৬০ টাকা হলে, সুদের হার কত?
- ১.৫% b )২% c ) ২.৫% d) ৩%
৫) কোনও সংখ্যা ৮% হ্রাস পেলে সংখ্যাটি ৫৬০ হয়। সংখ্যাটি কত?
- ৫১০ b ) ৫২০ c ) ৫৪০ d ) ৫৫০
৬) কোনও শহরের ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় ৪.৭ মিলিমিটার। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
- ১৩.৬৩ সেমি b ) ১৩ সেমি c ) ১৩.০৫ সেমি d ) ১৩.২৫ সেমি
GENERAL INTELLIGENCE
১) ৫, ৮, ১১ , ১৪…….এই সিরিজের কততম সংখ্যা ৩২০ হবে?
a ) ১০৪তম b ) ১০৫তম c ) ১০৬তম d ) ৬৪তম
২) ৪/৯, ৯/২০, ?, ৩৯/৮৬
a ) ১৭/৪০ b ) ১৯/৪২ c ) ২০/৪৫ d ) ২৯/৫৩
৩) AYD , BVF , DRH , ?, KGL
a ) FMI b ) GMJ c ) GLJ d ) HLK
৪) যদি FISHকে EHRG আকারে প্রকাশ করা হয়, তাহলে JUNGLEকে কী আকারে প্রকাশ করা হবে?
a ) ITMFKD b ) ITNFKD c ) KVOHMF d )TIMFKD
৫) Book :Publisher শব্দ দুটি সম্পর্কযুক্ত হলে Film 😕 কোন শব্দটি যুক্ত?
a ) Writer b ) c ) Director d ) Actor
৬) বিশাল ৯ দিন আগে শপিং মলে গিয়েছিল। সে শুধু বৃস্পতিবার কেনাকাটা করতে যায়। তাহলে আজ সপ্তাহের কোনদিন?
a ) শুক্রবার b ) সোমবার c ) বুধবার d ) বৃহস্পতিবার
উত্তরমালা
জেনারেল নলেজ
১) ক্রেস্কোগ্রাফ, ২) রুদ্রপ্রয়াগ, ৩) মহেন্দ্র পাল, ৪)জম্মু-কাশ্মীর, ৫)উত্তরপ্রদেশ, ৬)মণিপুর, ৭)তাপ, ৮) ফুলের মুকুল
জেনারেল ম্যাথ
১) ৫০%, ২) ৪৫, ৩) ৭২ কিমি, ৪) ২%, ৫) ৫৫০, ৬)১৩.৬৩ সেমি
জেনারেল ইন্টেলিজেন্স
১) ১০৬তম, ২) ১৯/৪২, ৩) GMJ, ৪) ITMFKD, ৫) Producer, ৬) বুধবার
RRB NTPC, RRB NTPC Exam