আরআরবি এনটিপিসি প্র্যাকটিস সেট : জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং

3543
0
RRB NTPC Practice Set

GENERAL KNOWLEDGE

১) জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র আবিষ্কার করেন?

  1. a) ক্যালোরিমিটার b) ক্রেস্কোগ্রাফ c)  কার্ডিওগ্রাফ  d) অল্টিমিটার

২) অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটির সংযোগ স্থল হল-

  1. a) এলাহাবাদ b) রুদ্রপ্রয়াগ c) কানপুর d) এর কোনওটিই নয়

৩) প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা কে?

  1. a) হরিশ্চন্দ্র b) নাগভট্ট c) বৎসরাজ d) মহেন্দ্র পাল

৪) ভারতের কোন প্রদেশের দুটি রাজধানী আছে?

  1. a) হিমাচল প্রদেশ b) বিহার c) উত্তরপ্রদেশ d) জম্মু-কাশ্মীর

৫) বুলন্দ দরওয়াজা ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  1. a) দিল্লি b) উত্তরপ্রদেশ c) মধ্যপ্রদেশ  d) রাজস্থান

৬) ইম্ফল কোন রাজ্যের রাজধানী?

  1. a) অরুণাচল প্রদেশ b) মণিপুর c) নাগাল্যান্ড d) মিজোরাম

৭) শক্তির অন্তিম রূপ কোনটি?

  1. a) আলো b) তাপ c) শব্দ  d) বিদ্যুৎ

৮) লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে?

  1. a) মূল b) কান্ড c) পাতা d) ফুলের মুকুল

GENERAL MATHEMATICS

১) A-এর আয় B-এর আয় থেকে ২৫% বেশি, B-এর আয় C-এর আয় থেকে ২০% বেশি, A-এর আয় C-এর আয় থেকে কত বেশি?

  1. ৩৫%, b) ৫৫%, c) ৫০%, d) ৪০%

২)  দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ৯ ও ২৭০, একটি সংখ্যা ৫৪ হলে অপরটি কত?

  1. ৪০ b ) ৪৫   c ) ৫০  d ) ৫৫

৩) ২৮০ মিটার লম্বা একটি ট্রেন ১৪ সেকেন্ডে একজনকে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?

  1. ৫৫ কিমি b ) ৬২ কিমি  c ) ৭২ কিমি  d ) ৮০ কিমি

৪)  ৬০০ টাকায় ৫ বছরের সুদ ৬০  টাকা হলে, সুদের হার কত?

  1. ১.৫% b )২%  c ) ২.৫%  d) ৩%

৫) কোনও সংখ্যা ৮% হ্রাস পেলে সংখ্যাটি ৫৬০ হয়।  সংখ্যাটি কত?

  1. ৫১০ b ) ৫২০ c ) ৫৪০  d ) ৫৫০

৬) কোনও শহরের ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় ৪.৭ মিলিমিটার।  ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

  1. ১৩.৬৩ সেমি b ) ১৩ সেমি  c ) ১৩.০৫ সেমি  d ) ১৩.২৫ সেমি

GENERAL INTELLIGENCE

১) ৫, ৮, ১১ , ১৪…….এই সিরিজের কততম সংখ্যা ৩২০ হবে?

a ) ১০৪তম b ) ১০৫তম c ) ১০৬তম d ) ৬৪তম

২) ৪/৯, ৯/২০, ?, ৩৯/৮৬

a ) ১৭/৪০ b ) ১৯/৪২ c ) ২০/৪৫ d ) ২৯/৫৩

৩) AYD , BVF , DRH , ?, KGL

a ) FMI b ) GMJ c ) GLJ d ) HLK

৪) যদি FISHকে EHRG  আকারে প্রকাশ করা হয়, তাহলে JUNGLEকে কী আকারে প্রকাশ করা হবে?

a ) ITMFKD b ) ITNFKD  c ) KVOHMF d )TIMFKD

৫) Book :Publisher শব্দ দুটি সম্পর্কযুক্ত হলে Film 😕 কোন শব্দটি যুক্ত?

a ) Writer b )  c ) Director d ) Actor

৬) বিশাল ৯ দিন আগে শপিং মলে গিয়েছিল। সে শুধু বৃস্পতিবার কেনাকাটা করতে যায়। তাহলে আজ সপ্তাহের কোনদিন?

a ) শুক্রবার b ) সোমবার c ) বুধবার d ) বৃহস্পতিবার

 

উত্তরমালা

জেনারেল নলেজ

১) ক্রেস্কোগ্রাফ, ২) রুদ্রপ্রয়াগ, ৩) মহেন্দ্র পাল, ৪)জম্মু-কাশ্মীর, ৫)উত্তরপ্রদেশ, ৬)মণিপুর, ৭)তাপ, ৮) ফুলের মুকুল

জেনারেল ম্যাথ

১) ৫০%, ২) ৪৫, ৩) ৭২ কিমি, ৪) ২%, ৫) ৫৫০, ৬)১৩.৬৩ সেমি

জেনারেল ইন্টেলিজেন্স

১) ১০৬তম, ২) ১৯/৪২, ৩) GMJ, ৪) ITMFKD, ৫) Producer, ৬) বুধবার

 

RRB NTPC, RRB NTPC Exam