Site icon জীবিকা দিশারী

ভারতীয় রেলে স্নাতক যোগ্যতায় ক্লার্ক নিয়োগ

RRB NTPC Recruitment 2024

ভারতীয় রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিতে (এনটিপিসি) ৮১১৩টি শূন্যপদে টিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, RRB NTPC Recruitment 2024

স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে।

সেন্ট্রালাইজড এমপ্লয়েমন্ট নোটিস- ০৫/২০২৪।

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইন আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

ইউপিএসসির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চাকরি

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে যে কোনো শাখায় স্নাতক বা সমতুল পাশ।

জুনিয়র অযাকাউন্টস কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজি/ হিন্দিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, টাইপিং স্কিল/ কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট,

নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ফার্স্ট স্টেজ সিবিটিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস (৪০ নম্বর), ম্যাথমেটিক্স (৩০ নম্বর),

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩০ নম্বর), মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট।

সেকেন্ড স্টেজ সিবিটিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস (৫০ নম্বর), ম্যাথমেটিক্স (৩৫ নম্বর),

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৩৫ নম্বর), মোট ১২০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট।

পরীক্ষার ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, ট্রান্সজেন্ডার, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থী

এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ রেলওয়ে রিক্রুটেমন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

কলকাতা আরআরবির ওয়েবসাইট- www.rrbkolkata.gov.in

শিলিগুড়ি- www.rrbsiliguri.gov.in , অন্যান্য আরআরবির ওয়েবসাইট https://www.rrbapply.gov.in/ ওয়েবসাইট থেকে জানা যাবে। RRB NTPC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version