ভারতীয় রেলে ১৩৭৬ শূন্যপদে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। RRB Paramedical Recruitment 2024
সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বরঃ ০৪/২০২৪। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
শূন্যপদঃ ডায়েটিশিয়ান ৫, নার্সিং সুপারিন্টেনডেন্ট ৭১৩, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট ৪,
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ৭, ডেন্টাল হাইজেনিস্ট ৩, ডায়ালিসিস টেকনিশিয়ান ২০, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর গ্রেড থ্রি ১২৬,
ল্যাবরেটরি সুপারেন্টিনডেন্ট ২৭, পারফিউশনিস্ট ২, ফিজিওথেরাপিস্ট গ্রেড টু ২০, অকুপেশনাল থেরাপিস্ট ২, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান ২,
ফার্মাসিস্ট ২৪৬, রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান ৬৪, স্পিচ থেরাপিস্ট ১, কার্ডিয়াক টেকনিশিয়ান ৪, অপটোমেট্রিস্ট৪,
ইসিজি টেকনিশিয়ান ১৩, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ৯৪, ফিল্ড ওয়ার্কার ১৯।
পুরনো সিলেবাসেই হবে ডব্লউবিসিএস পরীক্ষা
যোগ্যতা ও বয়সঃ নার্সিং সুপারিন্টেনডেন্টঃ নার্সিং স্কুল থেকে ৩ বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ
বা বিএসসি নার্সিং এবং রেজিস্ট্রার্ড নার্সের সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে ২০-৪৩ বছরের মধ্যে।
কার্ডিয়াক টেকনিশিয়ানঃ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং কার্ডিয়াক ল্যাব ইনভেস্টিগেশনে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা।
বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় কাজের সুযোগ
ক্লিনিক্যাল সাইকোলজিস্টঃ ক্লিনিক্যাল সাইকোলজি/ সোশ্যাল সাইকোলজিতে মাস্টার ডিগ্রি। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
ইসিজি টেকনিশিয়ানঃ বিজ্ঞান শাখায় ১০+২ বা স্নাতক সঙ্গে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি/ কার্ডিওলজি/
কার্ডিওলজি টেকনিশিয়ান/কার্ডিওলজি টেকনিক্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
ফিল্ড ওয়ার্কারঃ বায়োলজি বা কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণি পাশ। বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে।
হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রিঃ বিএসসি, কেমিস্ট্রি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।
পশ্চিম বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ
হেলথ স্যানিটারি ইন্সপেক্টর ট্রেডে এক বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টুঃ বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স।
বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
পারফিউশনিস্টঃ বিএসসি সঙ্গে পারফিউশন টেকনোলজিতে ডিপ্লোমা অথবা বিএসসি সঙ্গে কোনো স্বীকৃত হাসপাতালে কার্ডিও পালমুনারি পাম্প টেকনিশিয়ান
হিসেবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪৩ বছরের মধ্যে।
ফিজিওথেরাপিস্ট গ্রেড টুঃ ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি এবং ফিজিওথেরাপিতে দু বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ানঃ ফিজিক্স এবং কেমিস্ট্রি সহ দ্বাদশ শ্রেণি পাশ এবং রেডিওগ্রাফি/ এক্স-রে টেকনিশিয়ান/
রেডিওডায়াগোনোসিস টেকনোলজিতে ডিপ্লোমা। বয়স হতে হবে ১৯-৩৬ বছরের মধ্যে।
ফার্মাসিস্টঃ বিজ্ঞান শাখায় ১০+২ বা সমতুল সঙ্গে ফার্মাসিতে ডিপ্লোমা। বয়স হতে হবে ২০-৩৮ বছরের মধ্যে।
ডেন্টাল টেকনিশিয়ানঃ বিএসসি সঙ্গে হেমোডিয়ালিসিসে ডিপ্লোমা। বয়স হতে হবে ২০-৩৬ বছরের মধ্যে।
অপটোমেট্রিস্টঃ অপটোমেস্ট্রিতে বিএসসি অথবা অপথ্যালমিক টেকনিশিয়ানে ডিপ্লোমা। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
ল্যাবরেটরি সুপারেন্টেনডেন্টঃ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সায়েন্স সহ বিএসসি। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
ডায়াটেশিয়ানঃ বিজ্ঞান শাখায় বিএসসি সঙ্গে ডায়েটিটিক্সে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সঙ্গে ৩ মাসের ইন্টার্নশিপ।
বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
অকুপেশনাল থেরাপিস্টঃ বিজ্ঞান শাখায় ১০+২ সঙ্গে অকুপেশনাল থেরাপিতে ডিপ্লোমা বা ডিগ্রি। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে।
স্পিচ থেরাপিস্টঃ বিএসসি এবং অডিও অ্যান্ড স্পিচ থেরাপিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ফিল্ডে দু বছরের কাজের অভিজ্ঞতা।
আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থী,
ট্রান্সজেন্ডার ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতিঃ রেলওয়ে রিক্রুটেমন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থী একটি মাত্র আরআরবি-র জন্য আবেদন করতে হবে।
আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। RRB Paramedical Recruitment 2024