ভারতীয় রেলে প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগ

322
0
RRB Recruitment 2024

ভারতীয় রেলে ১৩৭৬ শূন্যপদে প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। RRB Recruitment 2024

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিন্টেনডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট,

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর গ্রেড থ্রি,

ল্যাবরেটরি সুপারিন্টেনডেন্ট গ্রেড থ্রি, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড টু, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ান,

ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড). রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান,

অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যাস্ট গ্রেড টু, ফিল্ড ওয়ার্কার।

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ৫০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, ট্রান্সজেন্ডার,

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।

কম্পিউটার বেসড টেস্টে বসলে পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতিঃ রেলওয়ে রিক্রুটেমন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ১৭ অগস্ট থেকে। সম্পূর্ণ নোটিসটি ১৭ অগস্ট থেকে রেলের ওয়েবসাইটে জানা যাবে।

আমাদের জীবিকা দিশারী পোর্টালেও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। RRB Recruitment 2024

শর্ট নোটিসটি দেখতে ক্লিক করুন