ভারতীয় রেলে ৩৬২৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

4790
0
Railway Apprentice 

ভারতীয় রেল মন্ত্রকের অধীন পশ্চিম রেলে ৩৬২৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RRC Apprentice Recruitment 2023

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

বয়সসীমা: ২৬ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

হলদিয়া ডকে কাজের সুযোগ

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি পাশ। এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২১ জুন ২০২৩ তারিখের হিসেবে।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল),

মেকানিক (ডিএসএল), মেকানিক (মোটর ভিকল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান,

ইলেক্ট্রনিক্স মেকানিক, ওয়ারম্যান, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এসি, পাইপ ফিটার, প্লাম্বার, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফার।

আর্মিতে ১৯৬ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

শূন্যপদ: বিসিটি ডিভিশন: মেকানিক্যাল ডিপার্টমেন্ট: ২০০, ইলেক্ট্রিক্যাল: ৩০৪, ইঞ্জিনিয়ারিং: ১৭৫,

টিএমসি ইঞ্জিনিয়ারিং: ১৬, ব্রিড ইঞ্জিনিয়ারিং: ১৩, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৭৪৫।

বিআরসি ডিভিশন: মেকানিক্যাল: ২৫, ইলেক্ট্রিক্যাল: ২০৮, ইঞ্জিনিয়ারিং: ১৫০, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ৮, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৪৩৪।

এডিআই ডিভিশন: মেকানিক্যাল: ১৩২, ইলেক্ট্রিক্যাল: ২৫৮, ইঞ্জিনিয়ারিং: ১৭০, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ- ইঞ্জিনিয়ারিং: ৮, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৬২৪।

আরটিএম ডিভিশন: মেকানিক্যাল: ৮৭, ইলেক্ট্রিক্যাল: ১৪৪, ইঞ্জিনিয়ারিং: ১৩৫, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ-ইঞ্জিনিয়ারিং: ৭, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৪১৫।

আরজেটি ডিভিশন: মেকানিক্যাল: ৩৭, ইলেক্ট্রিক্যাল: ২০, ইঞ্জিনিয়ারিং: ৭৮, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৬, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ৩, পার্সোনেল ডিপার্টমেন্ট: ১৬৫।

বিভিপি ডিভিশন: মেকানিক্যাল: ৫৮, ইলেক্ট্রিক্যাল: ৪৮, ইঞ্জিনিয়ারিং: ৭৬, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ১, পার্সোনেল: ২০৬।

পিএল ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৩০০, ইলেক্ট্রিক্যাল: ৮৪, পার্সোনেল: ৩৯২।

এমএক্স ডব্লু শপ: ইলেক্ট্রিক্যাল: ৭৭। বিভিজি ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৯২, ইলেক্ট্রিক্যাল: ১২, পার্সোনেল: ১১২।

ডিএইচডি ডব্লু/ শপ: মেকানিক্যাল: ২২৪, ইলেক্ট্রিক্যাল: ২৪, পার্সোনেল: ২৬৩।

পিআরটিএন ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৭২।

এসবিআই ইঞ্জিনিয়ারিং ডব্লু/ শপ: ইঞ্জিনিয়ারিং: ৬০। এসবিআই সিগন্যাল ডব্লু/ শপ: ২৫, হেডকোয়ার্টার অফিস: পার্সোনেল ডিপার্টমেন্ট: ৩৪।

কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ট্রেনি

আবেদনের ফি: ১০০ টকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rrc-wr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ জুলাই ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

         নোটিসটি দেখতে ক্লিক করুন

 

RRC Apprentice Recruitment 2023