ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস

520
0
RRB Technician Recruitment 2024

উত্তর-মধ্য রেলে ১৬৯৭টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RRC Apprentice Recruitment 2023

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

যে সমস্ত ট্রেড থেকে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), আর্মেচার ওয়ান্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার (জেনারেল),

মেকানিক (ডিএসএল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ওয়ারম্যান, ব্ল্যাকস্মিথ, প্লাম্বার,

মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রিনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার,

এমএমসিএম, ক্রেন, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফার (হিন্দি), টার্নার।

কলকাতা পুরসভায় স্বাস্থকর্মী নিয়োগ

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

বয়সসীমা: ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ডাকবিভাগে কর্মীনিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

কবে কোন পরীক্ষা জানাল এসএসসি

আবেদনের পদ্ধতি: www.rrcpryj.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন