Site icon জীবিকা দিশারী

ভারতীয় রেলে ৩৬২৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

Railway Apprentice 

ভারতীয় রেল মন্ত্রকের অধীন পশ্চিম রেলে ৩৬২৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RRC Apprentice Recruitment 2023

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

বয়সসীমা: ২৬ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

হলদিয়া ডকে কাজের সুযোগ

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি পাশ। এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২১ জুন ২০২৩ তারিখের হিসেবে।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল),

মেকানিক (ডিএসএল), মেকানিক (মোটর ভিকল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান,

ইলেক্ট্রনিক্স মেকানিক, ওয়ারম্যান, মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এসি, পাইপ ফিটার, প্লাম্বার, ড্রাফটসম্যান (সিভিল), স্টেনোগ্রাফার।

আর্মিতে ১৯৬ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

শূন্যপদ: বিসিটি ডিভিশন: মেকানিক্যাল ডিপার্টমেন্ট: ২০০, ইলেক্ট্রিক্যাল: ৩০৪, ইঞ্জিনিয়ারিং: ১৭৫,

টিএমসি ইঞ্জিনিয়ারিং: ১৬, ব্রিড ইঞ্জিনিয়ারিং: ১৩, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৭৪৫।

বিআরসি ডিভিশন: মেকানিক্যাল: ২৫, ইলেক্ট্রিক্যাল: ২০৮, ইঞ্জিনিয়ারিং: ১৫০, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ৮, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৪৩৪।

এডিআই ডিভিশন: মেকানিক্যাল: ১৩২, ইলেক্ট্রিক্যাল: ২৫৮, ইঞ্জিনিয়ারিং: ১৭০, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ- ইঞ্জিনিয়ারিং: ৮, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৬২৪।

আরটিএম ডিভিশন: মেকানিক্যাল: ৮৭, ইলেক্ট্রিক্যাল: ১৪৪, ইঞ্জিনিয়ারিং: ১৩৫, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৯, ব্রিজ-ইঞ্জিনিয়ারিং: ৭, পার্সোনেল ডিপার্টমেন্ট: ৪১৫।

আরজেটি ডিভিশন: মেকানিক্যাল: ৩৭, ইলেক্ট্রিক্যাল: ২০, ইঞ্জিনিয়ারিং: ৭৮, টিএমসি ইঞ্জিনিয়ারিং: ৬, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ৩, পার্সোনেল ডিপার্টমেন্ট: ১৬৫।

বিভিপি ডিভিশন: মেকানিক্যাল: ৫৮, ইলেক্ট্রিক্যাল: ৪৮, ইঞ্জিনিয়ারিং: ৭৬, ব্রিজ ইঞ্জিনিয়ারিং: ১, পার্সোনেল: ২০৬।

পিএল ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৩০০, ইলেক্ট্রিক্যাল: ৮৪, পার্সোনেল: ৩৯২।

এমএক্স ডব্লু শপ: ইলেক্ট্রিক্যাল: ৭৭। বিভিজি ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৯২, ইলেক্ট্রিক্যাল: ১২, পার্সোনেল: ১১২।

ডিএইচডি ডব্লু/ শপ: মেকানিক্যাল: ২২৪, ইলেক্ট্রিক্যাল: ২৪, পার্সোনেল: ২৬৩।

পিআরটিএন ডব্লু/ শপ: মেকানিক্যাল: ৭২।

এসবিআই ইঞ্জিনিয়ারিং ডব্লু/ শপ: ইঞ্জিনিয়ারিং: ৬০। এসবিআই সিগন্যাল ডব্লু/ শপ: ২৫, হেডকোয়ার্টার অফিস: পার্সোনেল ডিপার্টমেন্ট: ৩৪।

কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ট্রেনি

আবেদনের ফি: ১০০ টকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rrc-wr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ জুলাই ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

         নোটিসটি দেখতে ক্লিক করুন

 

RRC Apprentice Recruitment 2023

Exit mobile version