রেলে ২৪০৯ অ্যাপ্রেন্টিস

1226
0
RRB Technician Recruitment 2024

সেন্ট্রাল রেলওয়েতে ২৪০৯ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। RRC Apprentice Training 2023

যে সমস্ত ট্রেড থেকে নিয়োগ করা হবে সেগুলি হল: ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), টেইলর, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট,

প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্টান্ট, মেকানিক ডিজেল, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শিট মেটাল ওয়ার্কার।

যে সমস্ত ক্লাস্টারে নিয়োগ করা হবে সেগুলি হল- মুম্বই ক্লাস্টার, বুসাওয়াল ক্লাস্টার, পুণে ক্লাস্টার, নাগপুর ক্লাস্টার, সোলাপুর ক্লাস্টার।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

মাধ্যমিক যোগ্যতায় আশাকর্মী নিয়োগ

মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

বয়স: ২৯ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

উত্তর ২৪ পরগনায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.rrccr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

স্নাতক যোগ্যতায় কলকাতা পুলিশে চাকরি

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইন আবেদন করার আগে যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় স্ক্যান কপি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

RRC Apprentice Training 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন