নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে অ্যাপ্রেন্টিস

200
0
RRC NFR Apprentice 2024

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে ৫৬৪৭ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RRC NFR Apprentice 2024

আবেদন করা যাবে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

বয়সসীমাঃ ৩ ডিসেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ

যোগ্যতাঃ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।

ইউনিট অনুযায়ী শূন্যপদঃ কাাটিহার অ্যান্ড তিনধারিয়া ওয়ার্কশপঃ ৮১২, আলিপুরদিয়ারঃ ৪১৩, রাঙ্গিয়াঃ ৪৩৫, লাম্বডিংঃ ৯৫০, তিনসুকিয়াঃ ৫৮০,

নিউ বনগাঁইগাও ওয়ার্কশপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপঃ ৯৮২, ডিব্রুগড় ওয়ার্কশপঃ ৮১৪, এনএফআর হেডকোয়ার্টারঃ ৬৬১।

ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান, অফিসার নিয়োগ

আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিঃ www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। RRC NFR Apprentice 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন