রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন পদে ৫১০

2423
0
Govt Job in West Bengal, West Bengal Govt Job, West Medinipur Govt Job

ন্যাশনাল ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ (এনআইআরডিপিআর) হায়দরাবাদে ৫১০ জন স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইয়ং ফেলো ও ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৬/ ২০২০৷
শূন্যপদ: স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ১০, ইয়ং ফেলো: ২৫০, ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন: ২৫০৷
যোগ্যতা: স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর: সোশ্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি৷
ইয়ং ফেলো: সোশ্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা৷
ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা৷
বয়সসীমা: স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য বয়স হতে হবে ৩০-৫০ বছরের মধ্যে৷ ইয়ং ফেলো পদের জন্য ২১-৩০ বছরের মধ্যে এবং ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন পদের জন্য ২৫-৪০ বছরের মধ্যে৷ সবক্ষেত্রেই বয়স ধরা হবে ১ নভেম্বর ২০২০ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি: http://www.nirdpr.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

http://nirdpr.org.in/nird_docs/vacancies/job081220.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল