স্পোর্টস অথরিটিতে ইয়াং প্রফেশনাল

657
0
SAI Recruitment 2023

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াতে ইয়াং প্রফেশনাল (অ্যাকাউন্টস/ ফিনান্স) পদে নিয়োগ করা হবে। SAI Recruitment 2023

অনলাইন আবেদন করা যাবে ২৭ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ ফিনান্স/ কমার্সে ব্যাচেলর ডিগ্রি বা ফিনান্স/ অ্যাকান্টস/ কমার্সে মাস্টার ডিগ্রি

সঙ্গে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ট্যালি সফটওয়্যার/ এক্সেল/ ডেটা অ্যানালিটিক্সের জ্ঞান বাঞ্ছনীয় যোগ্যতা।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর।

পারিশ্রমিক: প্রতি মাসে ৫০০০০-৭০০০০ টাকা।

আবেদনের পদ্ধতি: https://sportsauthorityofindia.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। SAI Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন