Site icon জীবিকা দিশারী

সেইলে ম্যানেজমেন্ট ট্রেনি

SAIL Management Trainee

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে ২৪৯ শূন্যপদে ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হবে। SAIL Management Trainee

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে সেগুলি হল- কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল,

ইলেক্ট্রিনক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, মেটালার্জি।

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদঃ কেমিক্যাল ১০, সিভিল ২১, কম্পিউটার ৯, ইলেক্ট্রিক্যাল ৬১,

ইলেক্ট্রনিক্স ৫, ইনস্ট্রুমেন্টেশন ১১, মেকানিক্যাল ৬৯, মেটালার্জি ৬৩।

বয়সঃ ২৫ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর (২৫ জুলাই ১৯৯৬ সালের পরে জন্মতারিখ হতে হবে)।

যোগ্যতাঃ সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবদেন করতে পারবেন। ২০২৪ বৈধ গেট স্কোর থাকতে হবে।

গেট পেপার কোডঃ কেমিক্যাল- সিএইচ, সিভিল- সিই, কম্পিউটার- সিএস, ইলেক্ট্রিক্যাল- ইই, ইলেক্ট্রনিক্স- ইসি, ইনস্ট্রুমেন্টেশন- আইএন, মেকানিক্যাল- এমই, মেটালার্জি- এমটি।

শিলিগুড়ি পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.sail.co.in অথবা www.sailcareers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আইবিপিএসের মাধ্যমে ৬১২৮ ক্লার্ক নিয়োগ

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের সময় গেট ২০২৪ সালের রেজিস্ট্রেশন নম্বরের দরকার হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। SAIL Management Trainee

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version