বার্নপুর হাসপাতালে নার্সিং টিউটর

645
0
sail nursing totur recruitment

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন পশ্চিম বর্ধমানের বার্নপুর হাসপাতালে নার্সিং টিউটর নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে (sail nursing tutor interview)।

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে দরকার হলে চুক্তির ময়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা: ১) বিএসসি (নার্সিং)/ পিবি বিএসসি (নার্সিং)/ এমএসসি (নার্সিং) অথবা

নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা সঙ্গে দু বছরের প্রফেশনাল অভিজ্ঞতা।

২) নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

বয়স: ২৯ এপ্রিল ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমায় ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড: প্রতি মাসে ৩০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। https://sailcareers.com/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে ২৯ এপ্রিল ২০২৩ তারিখে। ঠিকানা- Confluence, Opp. To Burnpur Post Office, Near Bharti Bhawan, PO Burnpur- 713325, DT: Paschim Bardhhaman, Asansol, West Bengal.

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

ইপিএফও-তে ২৮৫৯ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগের বিস্তারিক খবরটি দেখতে ক্লিক করুন