দুর্গাপুরে নার্সিং ট্রেনিং

649
0

স্টিল অথরিটি অব ইন্ডিয়ার অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে প্রফিসিয়েন্সি নার্সিং ট্রেনিং দেওয়া হবে। শূন্যপদ ৫৭। SAIL Recruitment 2023

যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বিএসসি (নার্সিং)/ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা।

ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে এবং নার্সিং কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে।

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে কনস্টেবল নিয়োগ

 

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ৩ বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে বাড়তি ভাতা।

স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত।

ঠিকানা- DIV School, J M Sengupta Road, B-Zone, Durgapur- 713205 (Near DSP Main Hospital).

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। SAIL Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন