দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ট্রেনি নার্স নিয়োগ

214
0
SAIL Recruitment 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৫১ জন ট্রেনি নার্স নিয়োগ করা হবে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। SAIL Recruitment 2024

যোগ্যতাঃ ১) বিএসসি (নার্সিং) পাশ অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা।

২) ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং ৩) রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ডঃ ট্রেনিংয়ের সময়সীমা ১৮ মাস। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে সঙ্গে অ্যালোয়েন্স।

মালদায় বিডিও অফিসে কর্মী নিয়োগ

ইন্টারভিউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ৩টে পর্যন্ত।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানাঃ DIV School, Near DSP Main Hospital, J.M. Sengupta Road, B-Zone, Durgapur- 713205.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। SAIL Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ