স্যানিটারি ইনস্পেক্টর নিয়োগ

500
0
Sanitary Inspector Recruitment 2024

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ২টি শূন্যপদে স্যানিটারি ইনস্পেক্টর নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।  Sanitary Inspector Recruitment 2024

এই মুহূর্তে ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতাঃ স্যানিটারি/ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা

অথবা

১০+২ পাশ সঙ্গে স্যানিটারি ইনস্পেক্টরে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৫০০০০ টাকা।

বয়সঃ বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

‘The Assistant Registrar, Recruitment Cell, Room No 221, Administration Building, University of Hyderabad, P.O Central University, Prof. C.R.Rao Road, Gachibowli, Hyderabad- 500046’

ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২৫ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। Sanitary Inspector Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ভারতীয় রেলে কনস্টেবল

রাজ্যের স্কুলগুলিতে নিয়োগ