স্টেট ব্যাঙ্কে ৬১০০ অ্যাপ্রেন্টিস

5096
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৬১০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (sbi apprentice recruitment 2021)৷

Advertisement No. CRPD/APPR/2021-22/10. অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত৷

শূন্যপদ: পশ্চিমবঙ্গ (ভাষা- বাংলা/ নেপালি): ৭১৫ (অসংরক্ষিত ২৮৮, তপশিলি জাতি ১৬৪, তপশিলি উপজাতি ৩৫, ওবিসি ১৫৭, ইডব্লুএস ৭১)৷ এইসবের মধ্যে ২৯টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷

ত্রিপুরা: (ভাষা- বাংলা/ কোকবোরোক): ২০ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ২)৷ এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত৷

অন্যান্য রাজ্যের শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ নভেম্বর ১৯৯২- ৩১ অক্টোবর ২০০০ সালের মধ্যে)৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক৷

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর এবং প্রতি মাসে প্রার্থীকে ১৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লেখা পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেডিক্যাল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল/ ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স৷

আবেদনের ফি: ৩০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://ibpsonline.ibps.in/sbiappajun21/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে (sbi apprentice recruitment 2021)৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৬ জুলাই পর্যন্ত৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন