স্টেট ব্যাঙ্কে ৮৫০০ অ্যাপ্রেন্টিস

3413
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৮৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/APPR/2020-21/07.
শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ৪৮০, গুজরাট: ৪৮০, অন্ধ্রপ্রদেশ: ৬২০, কর্নাটক: ৬০০, মধ্যপ্রদেশ: ৪৩০, ছত্রিশগড়: ৯০, ওড়িশা: ৪০০, হিমাচল প্রদেশ: ১৩০, হরিয়ানা: ১৬২, পাঞ্জাব: ২৬০, তামিলনাড়ু: ৪৭০, পন্ডিচেরী: ৬, দিল্লি: ৭, উত্তরাখণ্ড: ২৬৯, তেলেঙ্গানা: ৪৬০, রাজস্থান: ৭২০, কেরালা: ১৪১, উত্তরপ্রদেশ: ১২০৬, মহারাষ্ট্র: ৬৪৪, অরুণাচল প্রদেশ: ২৫, অসম: ৯০, মণিপুর: ১২, মেঘালয়: ৪০, মিজোরাম: ১৮, নাগাল্যান্ড: ৩৫, ত্রিপুরা: ৩০, বিহার: ৪৭৫, ঝাড়খণ্ড: ২০০।
বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। জন্মতারিখ ১ নভেম্বর ১৯৯২ থেকে ৩১ অক্টোবর ২০০০-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধবসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: যে-কোনো শাখায় স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে।
স্টাইপেন্ড: প্রথম বছরে প্রতি মাসে ১৫০০০ টাকা, দ্বিতীয় বছরে ১৬৫০০ টাকা এবং তৃতীয় বছরে ১৯০০০ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লেখা পরীক্ষা ও লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৩০০ টাকা, তপশিলি জাতি /উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনেরপদ্ধতি: https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা http://bfsissc.com অথবা https://www.sbi.co.in/careers অথবা https://bank.sbi/careers লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
https://www.sbi.co.in/web/careers/current-openings লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটই দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল