স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ

953
0
SBI Circle Based Officer Recruitment

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৫২৮০ শূন্যপদে সার্কেল বেসড অফিসার নিয়োগ করা হবে। SBI Circle Based Officer Recruitment

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/CBO/2023-24/18.

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা

নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। (জন্মতারিখ ১ নভেম্বর ১৯৯৩ থেকে ৩১ অক্টোবর ২০০২ সালের মধ্যে হতে হবে)।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ডিসিপ্লিনে স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন টেস্টে ১২০ নম্বরের অবজেকটিভ টেস্ট এবং ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট থাকবে।

অবজেকটিভ টেস্টে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), ব্যাঙ্কিং নলেজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল অ্যাওয়্যারনেস/ ইকোনমি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর),

কম্পিউটার অ্যাপ্টিটিউড (২০টি প্রশ্ন, ২০ নম্বর)। অনলাইন টেস্টের পর হবে স্ক্রিনিং এবং ইন্টারভিউ।

বেতনক্রম: বেসিক পে ৩৬০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

ন্যাভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস

আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/web/careers/current-openings লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। কলকাতা সার্কেলের মোট শূন্যপদ ২৩০।

কলকাতার সার্কেলের মধ্যে রয়ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম। অন্যান্য সার্কেলের সম্পর্কে বিস্তারিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা যাবে।

SBI Circle Based Officer Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন