স্টেট ব্যাঙ্কে ১৬ ইঞ্জিনিয়ার

1241
0
SBI PO Result Out

স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ১৬ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO-FIRE/2020-21/32.

শূন্যপদ: ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)৷

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে বিই (ফায়ার)

অথবা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে বিটেক (সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং)/ বিটেক (ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং)/ বিএসসি (ফায়ার)

অথবা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে (ভারত/ ইউকে) স্নাতক৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শর্টলিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৭৫০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২১ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল