স্টেট ব্যাঙ্কে গ্র্যাজুয়েটদের ৫০০৮ চাকরি

6743
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৫০০৮ জন জুনিয়র অ্যাসোশিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/CR/2022-23/15. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বেতনক্রম: মূল বেতন ১৭৯০০-৪৭৯২০ টাকা। শুরুতে বেসিক পে ১৩০৭৫ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ আগস্ট ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৪ থেকে ১ আগস্ট ২০০২)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: যে-কোনো শাখায় স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে।

চূড়ান্ত বর্ষের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। ম্যাট্রিক পাশ প্রাক্তন সমরকর্মী যাঁরা সেনাবাহিনীর ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি স্পেশ্যাল সার্টিফিকেট অব এডুকেশন (নেভি বা এয়ারফোর্সের ক্ষেত্রে সমতুল সার্টিফিকেট) পরীক্ষা পাশ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

যে সার্কেলের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা যদি দশম বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ে থাকেন তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না।

লেখা পরীক্ষা হবে দুটি ভাগে, প্রিলিমিনারি ও মেইন। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর),

নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন , ৩৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। ০.২৫ হারে নেগেটিভ মার্কিং থাকবে।

মেইন পরীক্ষায় থাকবে জেনারেল/ ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর),

কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ৪০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি/ মার্চ ২০২০ এবং মেইন পরীক্ষা হবে আগামী ১৯ এপ্রিল।

আবেদনের ফি: ৭৫০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://bank.sbi/careers অথবা http://www.sbi.co.in/careers লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন