স্টেট ব্যাঙ্কে ১৫ অফিসার

1162
0
SBI Circle Based Officer Recruitment

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১৫ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে (SBI officer recruitment)৷ বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2021-22/21.

শূন্যপদ: চিফ ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি): ২ (অসংরক্ষিত), ম্যানেজার (এসএমই প্রোডাক্টস): ৬ (অসংরক্ষিত ৫, ওবিসি ১),

ডেপুটি ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট): ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।

বয়সসীমা: চিফ ম্যানেজার পদে ১ জুলাই ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

ম্যানেজার পদে ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমায় ৩৫ বছর এবং ডেপুটি ম্যানেজার পদে ১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ৭৫০ টাকা৷ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে,

ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৩ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত (SBI officer recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন