স্টেট ব্যাঙ্কে ২০০০ প্রবেশনারি অফিসার

1227
0
SBI PO Recruitment 2023

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ২০০০ শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে SBI PO Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/PO/2023-24/19.

শূন্যপদ: ২০০০ (অসংরক্ষিত ৮১০, তপশিলি জাতি ৩০০, তপশিলি উপজাতি ১৫০, ওবিসি ৫৪০, ইডব্লুএস ২০০)।

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক। ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

বয়স: ১ এপ্রিল ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০২-২ এপ্রিল ১৯৯৩ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস

বেতন: শুরুতে বেসিক পে ৪১৯৬০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা।

স্টেট ব্যাঙ্কে ৬১৬০ অ্যাপ্রেন্টিস

আবেদনের ফি: ৭৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

দিল্লি পুলিশে ৭৫৪৭ কনস্টেবল নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://ibpsonline.ibps.in/sbipoaug23/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।      SBI PO Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন