স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগ

80
0

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৬০০টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। SBI PO Recruitment 2025

বিজ্ঞপ্তি নম্বরঃ CRPD/PO/2024-25/22.

যোগ্যতাঃ যে কোনো শাখায় স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে।

বয়সঃ ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাসন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষা হবে দুটি ধাপে, প্রিলিমিনারি ও মেইন। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা।

মেইন পরীক্ষায় থাকবে অবজেকটিভ ও ডেসক্রিপটিভ পেপার।

অবজেকটিভ পেপারে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিনেটশন,

জেনারেল অ্যাওয়ারনেস/ইকোনমি/ব্যাঙ্কিং নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘণ্টা।

ডেসক্রিপটিভ পেপারে থাকবে কমিউনিকেশন স্কিল- ইমেলস, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালিসিস, প্রেসি রাইটিং।

এয়ারফোর্সে অগ্নিবীর নিয়োগ

আবেদনের ফিঃ ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

কলকাতা মেট্রোয় অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতিঃ  https://bank.sbi/web/careers/current-openings লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। SBI PO Recruitment 2025

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কলকাতা হাইকোর্টে নিয়োগ