স্টেট ব্যাঙ্কে ৬৭ ফার্মাসিস্ট

1422
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ৬৭ জন ফার্মাসিস্ট (ক্ল্যারিক্যাল কাডার) নিয়োগ করা হবে (sbi recruitment)। বিজ্ঞপ্তি নম্বর: CRPD/PHARMACIST/2021-22/04.

অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ মে পর্যন্ত।

শূন্যপদ: ৬৭ (অসংরক্ষিত ৩৪, ওবিসি ১৪, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ইডব্লুএস ৬)।

এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে আগামী ২৩ মে ২০২১ তারিখ।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল ইংলিশ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

রিজনিং এবিলিটি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), প্রফেশনাল নলেজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)।

পরীক্ষাকেন্দ্র: কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, পাটনা, রাঁচি, বিলাসপুর, মজফফরপুর, জামশেদপুর, গুয়াহাটি, শিলচর, আমেদাবাদ,

গুন্টুর, কুর্নুল, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, হুবলি, ম্যাঙ্গালোর, ভোপাল, রায়পুর, লুধিয়ানা, জলন্ধর, হিসার, গুরগাঁও, জম্মু,

চেন্নাই, মাদুরাই, তিরুনেলভেলি, দিল্লি/ নয়া দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, দেরাদুন, এলাহাবাদ, কানপুর,

লক্ষ্ণৌ, মিরাট, বারাণসী, হায়দরাবাদ, ওয়ারাঙ্গল, জয়পুর, উদয়পুর, ঔরঙ্গাবাদ, মুম্বই/ থানে/ নভি মুম্বই, নাগপুর, পুণে, কোচি, তিরুবনন্তপুরম।

যোগ্যতা: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে ফার্মাসিতে (ডি. ফার্মা) ডিপ্লোমা এবং ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা

ফার্মাসিতে ডিগ্রি (বি ফার্মা/ এম ফার্মা/ ফার্মা ডি) বা ফার্মাসিতে কোনো সমতুল ডিগ্রি এবং ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে।

বেতনক্রম: ১৭৯০০-৪৭৯২০ টাকা।

আবেদনের ফি: ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

সরাসরি https://ibpsonline.ibps.in/sbiphccmar21/ লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ মে পর্যন্ত (sbi recruitment)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন