গ্র্যাজুয়েটদের জন্য স্টেট ব্যাঙ্কে ৫৪৫৪ চাকরি

4412
0
SBI PO Result Out

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৫৪৫৪ জন জুনিয়র অ্যাসোশিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করা হবে ( sbi recruitment 2021)৷

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/CR/2021-22/09.

শূন্যপদ: বেঙ্গল সার্কেল: পশ্চিমবঙ্গ: শূন্যপদ ২৭৩ (অসংরক্ষিত ১১১, তপশিলি জাতি ৬২, তপশিলি উপজাতি ১৩, ওবিসি ৬০, ইডব্লুএস ২৭)৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)৷

সিকিম: ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, ইডব্লুএস ১)৷

অন্যান্য সার্কেলের শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২১ তারিখে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে (জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৩ থেকে ১ এপ্রিল ২০০১)৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: ১৭৯০০-৪৭৯২০ টাকা৷ বেসিক পে ১৯৯০০ টাকা৷

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে-কোনো শাখায় স্নাতক৷ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে৷

আবেদনের ফি: ৭৫০ টাকা (আবেদনের ফি+ ইন্টিমেশন চার্জ), তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

প্রার্থী বাছাই পরীক্ষা: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা হবে দুটি পর্যায়ে, প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জুন ২০২১৷

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://ibpsonline.ibps.in/sbijascapr21/ লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত( sbi recruitment 2021)৷

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন