গ্র্যাজুয়েটদের জন্য এসবিআই ব্যাঙ্কে ৫৬৭ নিয়োগ, আবেদন ১৮ অক্টোবরের মধ্যে

2565
0
SBI Circle Based Officer Recruitment

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস ইউনিটে চুক্তির ভিত্তিতে ৫৬৭ জন স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে (sbi recruitment 2021)।

অনলাইন আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত।

শূন্যপদ: রিলেশনশিপ ম্যানেজার: ৩১৪, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড): ২০, কাস্টমার রিলেশনশিপ এগজিকিউটিভ: ২১৭, ইনভেস্টমেন্ট অফিসার: ১২, সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) ২, সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট): ২।

পূর্ব রেলে ৩৩৬৬ পদে ট্রেনিং দিয়ে চাকরির খবর দেখতে ক্লিক করুন

 

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার তারিখ দেখতে ক্লিক করুন

বয়স: রিলেশনশিপ ম্যানেজার পদে বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে। রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) এবং ইনভেস্টমেন্ট অফিসার পদে বয়স হতে হবে ২৮-৪০ বছরের মধ্যে।

কাস্টমার রিলেশন এগজিকিউটিভ পদে বয়স হতে হবে ২০-৩৫ বছরের মধ্যে। সেন্ট্রাল রিসার্চ টিম পদে বয়স হতে হবে ৩০-৪৫ বছরের মধ্যে। সেন্ট্রাল রিসার্চ টেম (সাপোর্ট) পদে বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) ও কাস্টমার রিলেশনশিপ এগজিকিউটিভ পদে স্নাতক যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদে এমবিএ/ পিজিডিএম। বাকি দুটি পদে গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (sbi recruitment 2021)।

নোটিসটি দেখতে ক্লিক করুন